তফসিলের প্রতিবাদে সারা দেশে হরতালের ডাক
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০২ পিএম, ১৫ নভেম্বর ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালন করবে জোটটি।
আজ বুধবার জোটের অন্যতম শরীক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জনমত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামীকাল বৃহস্পতিবারের সারাদেশব্যাপী অর্ধদিবস (৬টা-২টা) হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
সিপিবির এ কেন্দ্রীয় দুই নেতা নির্বাচন কমিশন ঘোষিত একতরফা এই তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।
আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।