ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ০:৫৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তানজিন তিশা হাসপাতালে, আত্মহত্যার চেষ্টা?

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

তানজিন তিশা।  ফাইল ছবি।

তানজিন তিশা। ফাইল ছবি।

গতকাল বুধবার মধ্যরাতে আত্মহত্যার চেষ্টা করেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শোবিজে এমন গুঞ্জন চাউর হয়েছে। তবে বর্তমানে এই অভিনেত্রী চিকিৎসাধীন আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

এই অভিনেত্রীর পরিবারের দাবি, তানজিন তিশা গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে গেলে তার বোন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে এই অভিনেত্রীকে নেওয়া হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। বিষয়টি জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে নাট্যাঙ্গনের একজন জানান, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‘‌ইউ-টার্ন’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তার। এর আগে, বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করে সবার নজরে আসেন এই অভিনেত্রী।


তানজিন তিশাআত্মহত্যামুশফিক আর ফারহান
অভিনেতা বিজয় অ্যান্টোনির মেয়ের রহস্যজনক মৃত্যু
বিনোদন সময় ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম
Image not found
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার ভোর ৩টার দিকে বিজয়ের চেন্নাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ১৬ বছরের মেয়ে মীরার ঝুলন্ত দেহ। এরপর তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত ঘোষণা করা হয় তাকে।

মীরার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে চিকিৎসকদের ধারনা, বেশ কয়েকদিন ধরেই নাকি অবসাদে ভুগছিল মীরা। এরইমধ্যে মীরার মৃত্যুর তদন্ত করছে ভারতীয় পুলিশ।

শিগগিরই বিজয়ের ‘রথম’ সিনেমাটি মু্ক্তি পাওয়ার কথা। প্রস্তুতিও চলছে জোর কদমে। এর মাঝে এই অঘটন। দিন কয়েক আগেই স্কুলে একটি পুরস্কার পেয়েছেন মীরা। সে সময় অভিনেতার স্ত্রী ফাতিমা মেয়েকে নিয়ে একটি পোস্টও দেন। যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। সেখানে মেয়ে মীরাকেই ফাতিমা তার শক্তির উৎস বলেন।

বিজয় ও ফতিমার মীরা ছাড়াও আরও এক কন্যা সন্তান রয়েছে যার নাম লারা। সে মীরার থেকেও বয়সে ছোট। সুরকার বিজয়ের এই সন্তানহারা হওয়ার খবরে সমবেদনা জানিয়েছেন তার সতীর্থরা।