ঢাকা, শনিবার ২১, ডিসেম্বর ২০২৪ ২১:৪১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৬ জনের প্রাণহানী, ৩ লাখ ছাড়াল ডেঙ্গুরোগী 

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৯ জনে। আর চলতি বছর এ পর্যন্ত ৩ লাখ ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯১ জন রোগী। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪৪ জন।

তাছাড়া চলতি বছর ৩ লাখ ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। আর ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন।