ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৬:২০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সারা ভারতে আগামী তিন সপ্তাহে ৩৮ লাখ বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ভারতীয় বাঙালি পরিবারের বিয়ের অনুষ্ঠান - প্রতীকি চিত্র

ভারতীয় বাঙালি পরিবারের বিয়ের অনুষ্ঠান - প্রতীকি চিত্র

আজ বৃহস্পতিবার থেকে ভারতে শুরু হচ্ছে বিয়ের মৌসুম। দেশের ৩০টি বড় শহর থেকে হিসাব পাওয়া গেছে, অন্তত ৩৮ লক্ষ বিয়ে হবে আগামী কয়দিনে। যার জন্য কম করে চার লক্ষ ৭৪ হাজার কোটি রুপি খরচ করা হবে। ব্যবসায়ীদের একটি সর্বভারতীয় সংগঠন এই হিসাব সামনে এনেছে। খবর বিবিসির। 

এইসব বিয়ের অনুষ্ঠানগুলিতে এমন ৫০ হাজার বিয়েও আছে, যার প্রত্যেকটিতে এক কোটি রুপিরও বেশি খরচ হবে আবার সাত লক্ষ বিয়ের বাজেট তিন লক্ষ রুপির নিচে থাকবে। আরও ৫০ হাজার বিয়ের বাজেট ৫০ লক্ষ রুপি।

কলকাতায় এক বাঙালি পরিবার বাড়ির একমাত্র মেয়ের বিয়েতে মোটামুটি ২০ লক্ষ রুপি খরচ করতে চলেছেন।

আবার এক লক্ষ রুপিরও কমে ছেলের বিয়ের আয়োজন করতে চলেছেন, এমন অভিভাবকও আছেন।

ব্যবসায়ী সংগঠনটি বলছে, শুধু দিল্লিতেই চার লাখ বিয়ে অনুষ্ঠিত হবে। যাতে মোট সওয়া এক লাখ কোটি রুপি ব্যয় হবে। তারা দিল্লি, মুম্বাই, কলকাতাসহ ভারতের ৩০টি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে।

গত বছর এই একই বিয়ের মৌসুমে ভারতে ৩২ লাখ বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেসব বিয়ের আয়োজনে খরচ হয়েছিল পৌনে চার লাখ কোটি রুপি।

ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইণ্ডিয়া ট্রেডার্সের সাধারণ সম্পাদক প্রবীণ খাণ্ডেলওয়াল বিবিসিকে জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারি আর বেসরকারি ক্ষেত্রের কর্মীরা মাস কয়েক আগেই বোনাস আর ইনসেন্টিভ পেয়েছেন, তাই মানুষের হাতে ছেলেমেয়ের বিয়েতে খরচ করার মতো যথেষ্ট অর্থ রয়েছে এখন।

তিনি বলেন, বেশ কয়েক বছর কোভিডের ভয়ে মানুষ আনন্দ উৎসবে সেরকম জাঁকজমক করতে পারেনি। এবছর একেবারে নির্ভয়ে মানুষ যেমন দেওয়ালি পালন করার জন্য রেকর্ড পরিমাণ খরচ করেছে, তেমনই শীতকালের এই বিয়ের মৌসুমেও আরেকটা রেকর্ড হতে চলেছে।

খাণ্ডেলওয়াল আরও বলেন, দেওয়ালিতে সারা দেশে তিন লাখ ৭৫ হাজার কোটি রুপির ব্যবসা হয়েছে। বিয়ের মৌসুমে সেই পরিমাণকেও ছাড়িয়ে যাবে।