ঢাকা, শুক্রবার ২৮, ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

একদিনে ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। এরমধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৭৭ জন মারা গেলেন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪ জন ডেঙ্গুরোগী। তাছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন চার হাজার ১২৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়। 

আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।