ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৪:৪৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও দুদিন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরো দুদিন। চতুর্থদিনে ১১ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, আগামী দু’দিনেও একই প্রক্রিয়ায় বন্দি বিনিময় করবে ইসরায়েল ও হামাস। 

কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েল। চুক্তি অনুসারে, এই দুদিনও গাজায় হামলা বন্ধ রেখেছে নেতানিয়াহু বাহিনী। চলবে বন্দি বিনিময়।


শর্ত অনুসারে, এ দফায়ও একজন ইসরায়েলি জিম্মির বিপরীতে তিনজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। 

মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলছেন, আগামী দুদিনে হামাস আরও ২০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে রাজি হয়েছে। 

শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতি শেষ হয় সোমবার। ওই দিন তিন বছর বয়সী যমজ শিশুসহ ১১ জিম্মিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। পরে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।

অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয় ৩০ শিশু ও তিন নারীকে।  


এ নিয়ে গেল চারদিনে ৫০ ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিপরীতে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এখনও হামাসের হাতে জিম্মি ১৯০ জন।

সোমবারও খাদ্য, জ্বালানি ও ওষুধ নিয়ে মানবিক সহায়তার আরও ট্রাক গাজায় প্রবেশ করেছে।