ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৪:২৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হেনরি কিসিঞ্জার মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৮ এএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

হেনরি কিসিঞ্জার। 

হেনরি কিসিঞ্জার। 

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৯ নভেম্বর) ১০০ বছর বয়সে মারা যান তিনি। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ও স্নায়ুযুদ্ধের অন্যতম রূপকার তিনি।

জার্মান কনসাল্টিং ফার্ম কিসিঞ্জার অ্যাসোসিয়েট এক বিবৃততে বলেছে, কানেকটিকাটে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে নিক্সন ও ফোর্ড প্রশাসনের তিনি শীর্ষ কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কূটনীতিতে তিনি যেমন ছিলেন তুখোড়,  তেমনি তাকে নিয়ে নানা বিতর্কও আছে।

চলতি বছরের মে মাসেই শতবর্ষ পার করেন হেনরি কিসিঞ্জার। কিন্তু এরপরও নানা কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। তিনি হোয়াইট হাউসে মিটিংয়ে অংশ নিয়েছিলেন, নেতৃত্বের শৈলীর ওপর একটি বই প্রকাশ করেছিলেন এবং উত্তর কোরিয়ার সৃষ্ট পারমাণবিক হুমকি সম্পর্কে সিনেট কমিটির সামনে সাক্ষ্যও দিয়েছিলেন।

আর ২০২৩ সালের জুলাই মাসে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে আকস্মিক সফরে বেইজিংয়ে যান।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি কিসিঞ্জার অ্যাসোসিয়েট।