ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আহেদ তামিমি মুক্তি পেলেন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
প্রখ্যাত ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আহেদ তামিমি
প্রখ্যাত ফিলিস্তিনি অ্যাক্টিভিস্ট আহেদ তামিমি ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে ইসরাইলের ওফার কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। তিনি মুক্তির পর রামাল্লায় পৌঁছেছেন।
২২ বছর বয়স্কা তামিমিকে গত ৬ নভেম্বর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানের সময গ্রেফতার করা হয়েছিল।
ইসরাইল বুধবার ষষ্ট দফায় যে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়, তার মধ্যে এই ফিলিস্তিনি আইকনও রয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার মুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছিল।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বুধবার রাতে মোট ১৬ জনকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে ১০ জন ইসরাইলি, চারজন থাইল্যান্ডের এবং দুজন ইসরাইলি-রুশ নারী রয়েছেন। এদের বিনিময়ে ইসরাইলি কর্তৃপক্ষের মোট ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়।
উল্লেখ্য, এক ইসরায়েলি সৈন্যকে লাথি ও চড় মারার দায়ে ২০১৮ সালে আট মাস কারাভোগ করার পর মুক্তি পেয়েছিলেন ফিলিস্তিনি ওই তরুণী।
ওই ঘটনার পরপরই এর ভিডিও অনলাইনে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে, তখন থেকেই ওই তরুণী পরিণত হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নতুন প্রতীকে।
সূত্র : আল-জাজিরা