শিশুপালনে নতুন মায়েদের জন্য কিছু ওয়েবসাইট
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৪৭ পিএম, ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার
নতুন যে শিশুটি পৃথিবীতে এলো তার দেখভালের জন্য মায়ের চিন্তা বেড়ে যায় অনেক। নিজের সুস্থতার সাথে সাথে শিশুটিকে এই জগতের সাথে খাপ খাওয়ানোর জন্য চলে মায়ের সর্বাত্বক প্রচেষ্টা। সাধারণ বয়ঃবৃদ্ধরাই এক্ষেত্রে নতুন মায়েদের কাছে ভরসা হয়ে ওঠেন। তারপরেও মার নিজের বলই বড় বল। এ সমস্যা সমাধানকল্পে আপনাকে যাবতীয় পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবে দারুণ কিছু ওয়েবসাইট। সন্তান লালন-পালনের পুরো টিপসই পাবেন এ ওয়েবসাইটগুলোতে।
ক্যাফে মম (CafeMom) : ছোট্ট সোনামনির জন্যে যদি নানা সূক্ষ্ম পরামর্শ দরকার হয় তাহলে এই ওয়েবসাইটটিতে আছে অনেক অজানা কিছু। নিউপ্যারেন্ট ডট ওআরজি এর মতো, দূর্গ থেকে বিমান এবং আরো যেকেনো পরিস্থিতিতে শিশুর যত্নের টিপস এখানে মিলবে। এমনকি বাবা-মায়ের একঘেয়েমি দূর করার উপায়ের সমাধানও দেয়া হয়েছে এখানে।
আলফামম (AlphaMom) : মা হওয়ার পর নারীর জীবনে অন্যরকম পরিবর্তন আসে। এই বদলে যাওয়া জীবনের সঙ্গে অনেকেই মানিয়ে নিতে হিমশিম খেয়ে যান। সে সব মাদের পাশে এগিয়ে এসেছে আলফামম। অনেক গবেষণাতেই দেখা গেছে, এমন অনেক নারী আছেন যারা সহজাতভাবেই মা হয়ে উঠতে পারেন না। অনেকেই মা হওয়ার বিষয়টাকে সত্যিকার অর্থেই বিশাল বড় দায়িত্ব বলে মনে করেন। তাদের চিন্তা ঝড়ানোর জন্যই আলফামম।
ডিক্লাটার, রিঅরগানাইয, রিপারপাস (Declutter, Reorganize, Repurpose) : নতুন অতিথিদের আগমণের অপেক্ষায় পরিবারের সবাই আনন্দে আত্মহারা। কিন্তু আসার পর তাকে সামাল দেওয়াও অনেকটাই কঠিন বিষয়। অতিথি যত বড় হবে তত তার চঞ্চলতা বাড়বে । এ সময় আপনার দিনের বেশিরভাগ সময় যাবে জিনিসপত্র গোছাতে। এই ওয়েবসাইট এলোমেলো অবস্থা গুছিয়ে নেয়া, বাতিল জিনিস আবারো ব্যবহার করা এবং পুরো বিষয়টাকে উপভোগ করার পদ্ধতি শিখিয়ে দেবে।
এসটিএফইউ, পেরেন্টস (STFU, Parents) : শিশুর দেখভাল আর বড় করে তোলার বিষয়টি কিন্তু খুবই পেরেশানিদায়ক। তাই বাবা-মায়েরা প্রায় সময়ই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। বিশেষজ্ঞদের মতে, এ সময়টাতে দম ফাটানো হাসি এক নিমিষে তাদের সব ক্লান্তি দূর করে দিতে পারে। আর সে কাজটিই করবে এই সাইট। বাবা-মায়েদের মজার সব কাণ্ড দেয়া আছে এখানে।
বুনদো (Bundoo) : এই সাইটকে আপনি চিকিৎসক পাশে পাবেন। মূলত শিশু বিশেষজ্ঞদের পরামর্শ মিলবে এখান থেকে। জন্মের পর থেকে ৪ বছর বয়সী শিশুদের শারীরিক সমস্যা নিয়ে আর চিন্তা করতে হবে না। সেখানে আপনি যা জানতে চান তার সবই চিকিৎসকরাই দেখবেন, সমাধান দিবেন।
বাবল (Babble) : নতুন বাবা-মাকে নতুন অতিথির বিষয়ে সব দুশ্চিন্তা দূর করবে এই ওয়েবসাইটটি। একেবারে সহজভাবে অনেক কিছুই বুঝিয়ে দেবে বাবল। সন্তানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বদা সচেতন রাখতে ব্যাবল খুবই কাজের বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে সফল পিতা-মাতা হওয়ার এই বিশাল সফরে আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকবে।