ঘূর্ণিঝড় ‘মিগজাউম’: আজ থেকে তিনদিন বৃষ্টি হবে
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
প্রতীকী ছবি
ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে আজ মঙ্গলবার থেকে দেশে তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সময় রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও জানানো হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) এ পূর্বাভাস দেওয়া হয়। এতে বলা হয়, বুধবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে সতর্কতা বহাল রাখা হয়েছে। এ জন্য সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।