মেহেবুব হক পেলেন আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড
সাহিত্য ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
'আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড' অর্জন করলেন কবি মেহেবুব হক। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ঢাবির আইসিএএলডিআরসি ভাষাতত্ত্ব ইউনিট আয়োজিত উক্ত অনুষ্ঠানে কবি মেহেবুব হককে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সুফিবাদের অঙ্গনে লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড, সম্মাননা সনদ ও ফেলোশীপ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয় কবি মেহেবুব হককে।
কবির হাতে পুরস্কার তুলে দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী ডলি জহুর।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুনামগন্জ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাঈম শেখ, বিশেষ অতিথি এবং কী নোট স্পিকার ছিলেন, আইসিএএলডিআরসির উপদেষ্টা ফুল ব্রাইট স্কলার, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড.নসর ইউ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার প্রাপ্ত অভিনয় শিল্পী ডলি জহুর ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.একেএম শাহনেওয়াজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, আইসিএএলডিআরসির চেয়ারম্যন ও মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয়। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসির সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান ।
উল্লেখ্য, কিছুদিন আগে কবি ও সংগঠক মেহেবুব হক ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘সাহিত্য ও সংগঠন’ বিভাগে এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন । এছাড়াও ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ বিভাগে এ বছর পুরস্কার পেয়েছে।
মেহেবুব হক ছোটবেলা থেকেই সাহিত্যনুরাগী। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করেন। প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি লেখালেখি করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০টি।