ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৪:৪৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৫০ বছর খাবার না খেয়েও চাঙ্গা ৭৫ বছরের বৃদ্ধা 

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

৫০ বছর অভুক্ত থেকেও কী ভাবে বেচে রয়েছেন মহিলা! ছবি: সংগৃহীত।

৫০ বছর অভুক্ত থেকেও কী ভাবে বেচে রয়েছেন মহিলা! ছবি: সংগৃহীত।

সম্প্রতি ৭৫ বছর বয়সি এক ভিয়েতনামি নারীর এক অদ্ভূত দাবিকে ঘিরে নেটদুনিয়ায় চলছে নানা মতামত। তিনি দাবি করছেন গত ৫০ বছর ধরে কোমল পানীয় আর জল ছাড়া কিছুই খাননি। কোনও খাবার ছাড়া কী ভাবে বেচে রয়েছেন তিনি, তা ভেবে তাজ্জব নেটদুনিয়া।

বুই তি লোই নামে এই নারী ৫০ বছরে খাবারের এক দানাও মুখে দেননি। অথচ তার চেহারা দেখে তা বোঝার জো নেই। বুই বলেন, ঘটনার সূত্রপাত হয়েছিল ১৯৬৩ সালে। তিনি বলেন, ‘১৯৬৩ সালে যুদ্ধের সময় আমি অন্য নারীদের সঙ্গে পাহাড়ের উপরে উঠি সৈন্যদের চিকিৎসার জন্য। পাহাড়ের উপরে চড়তেই শুরু হয় বজ্রপাত। আর সে কারণে অজ্ঞান হয়ে পড়ি আমি। দীর্ঘ দিন বৃষ্টিপাতের কারণে পাহাড়ের উপরেই আটকে পড়ি আমরা। পড়ে জ্ঞান ফিরলেও ওই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে পারিনি। জ্ঞান ফেরার পরে কিছুই খেতে পারতাম না আমি। তখন আমার বন্ধুরা আমায় মিষ্টি পানীয় খাওয়াতে শুরু করে।’

কয়েক দিন পরে তিনি ফল খেতে শুরু করেন। কিন্তু অল্প দিনেই তিনি বুঝতে পারেন তার কোথাও সমস্যা হচ্ছে। ১৯৭০ সাল থেকে তিনি খাবার খাওয়া একেবারেই ছেড়ে দেন। এই নারীর ফ্রিজ জুড়ে শুধুই সারি সারি বোতল সাজানো। 

তার দাবি, তার নাকি খাবারের গন্ধ শুকলেই বমি পায়। বুইয়ের ছেলেমেয়েরা এখন পড়াশোনার কারণে বাইরে থাকেন। তাই তার রান্নাঘরে ধুলোর স্তর জমেছে। রান্নাঘর ব্যবহারই করেন না তিনি। নরম পানীয়তে চিনি থাকে, সেই থেকেই তার শরীরে শক্তির সঞ্চার হয়।