ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১৪:২৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশের সময় ভোররাত চারটার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়।গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে এই প্রস্তাব তুলেছিল মৌরিতানিয়া ও মিসর।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ। তবে বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ। ভোট ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ। খবর রয়টার্সের।

এর আগে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে বেশির ভাগ সময় জাতিসংঘের ১৪০টি বা তারও বেশি দেশ ভোট দিয়েছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

প্রসঙ্গত, গাজায় দুই মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটির ১৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

এছাড়া হামলায় ২৩ লাখ বাসিন্দার ৮০ ভাগই উদ্বাস্তু হয়েছেন। এই প্রস্তাব যখন পাস হলো, তখন নির্বিচারে গণহত্যার জন্য আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে ইসরাইল।