বর্ণিল সাজে সেজেছে রাজধানী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে হাজারো আলোকবাতি বলছে বিজয়ের গল্প, দেয়ালের গায়ে ফুটে উঠছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ৩০ লাখ শহীদদের আত্মত্যাগের চিত্র।
৫৩তম বিজয় দিবসের আগ মুহূর্তে চোখ ধাঁধানো বর্ণিল সাজে সেজেছে রাজধানী। বিজয় বরণে উদ্বেলিত নগরবাসীর প্রত্যাশা সমৃদ্ধ মাতৃভূমির।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা গেছে, নগরজুড়ে হাজারো আলোর বাতির উজ্বল শিখা, লাল-সবুজের মিশেল, বিজয়ের রোশনাই।
গুণে গুণে ৫২ বছর পার করেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবার ৫৩কে বরণ করার পালা। পরাধীনতার শেকল ভেঙ্গে বিজয়ের গৌরব গাঁথা স্মরণে রাজধানী সেজেছে বর্ণিল সাজে।
জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সব স্থাপনা, বেসরকারি ভবন, সড়ক, অলি গলিতে উড়ছে প্রিয় পতাকার নিশান। বিজয়ের রঙ গায়ে মেখে দৃপ্ত পদচারণায় মুখর নগরীর বাসিন্দাদের।
৩০ লাখ শহীদের আত্মদান আর মহান মুক্তিযুদ্ধকে ধারণ করতে এদিন পথে নামেন তরুণ প্রজন্ম। শিশুদের হাতে কণ্ঠে ঝরে বিজয় দিবসের মহিমা।
এবারের বিজয় দিবেন সমৃদ্ধ হবে প্রিয় মাতৃভূমি, কাটবে ঝরা, প্রতিকূলতা। এমন প্রত্যাশা কোটি বাংলাদেশির।
রাতে ঘুরতে আসা নারী বলেন, লাল-সবুজে প্রাণের ঢাকা শহর সেজে উঠেছে। আমরা রাতে বের হয়েছি। গত বছর সে অনেক ছোট ছিল। এত কিছু বুঝত না। এবার ঘুরিয়ে দেখাচ্ছি। তাকে উপলব্ধি করানোর জন্যই নিয়ে আসা।