ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৩:৩১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তেঁতুলিয়ায় টানা ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় টানা চারদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭, রোববার ১০ ডিগ্রি ও ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, মঙ্গলবার সকালে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন। গত চারদিন ধরেই ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। 

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা বয়ে যেতে পারে বলে জানান তিনি।