ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৪:৪৫:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মা কাজে ব্যস্ত, বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বালতির পানিতে ডুবে ইয়াসিন মিয়া নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। 
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের সৈনিকপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন মিয়া ওই গ্রামের মো. নুরুজ্জামান সরকারের ছেলে।


স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিশু ইয়াসিন বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। খেলার এক পর্যায়ে আঙিনায় রাখা পানি ভর্তি বালতিতে পড়ে যায় ইয়াসিন। দীর্ঘক্ষণ ধরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বালতির পানিতে ইয়াসিনকে মৃত অবস্থায় ভাসতে দেখেন তার মা।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছি। পরিবারের অসাবধানতার কারণে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে ছোট শিশুদের সবসময় নজরে রাখার কথাও জানান তিনি।