মন্দিরে গিয়ে নৌকায় ভোট চাইলেন মমতাজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারপ্রচারণা নিষিদ্ধ থাকলেও মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম নির্বাচনী আইন উপেক্ষা করে মন্দিরে অনুষ্ঠিত লীলাকীর্তন অনুষ্ঠানে ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন।
সোমবার দুপুরে পুটাইল ইউনিয়নের এগারোশ্রী সার্বজনীন মন্দিরের হরিসভা (লীলাকীর্তন, মহাপ্রভুর ভোগ) অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উপস্থিত ভক্তবৃন্দের কাছে তার প্রতিক নৌকায় ভোট চান।
স্থানীয় চেয়ারম্যান মহিদুর রহমান মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. গুরুদাস মন্ডলের সঙ্গে কথা হলে তিনি জানান, এমপি মমতাজ বেগমকে মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে তিনি আসেন এবং বক্তব্যও রাখেন।
তিনি আরো জানান, এমপি মমতাজ বেগম উপস্থিত ভক্তবৃন্দের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন।
বিষয়টি নিয়ে জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক রেহেনা আকতারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।