ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১২:২৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লাইবেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৪০ জনের প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লাইবেরিয়ার মধ্যাঞ্চলে একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে ৪০ জনেরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাজধানী মনরোভিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে টোটোটাতে গ্যাসোলিন বহনকারী ট্যাঙ্কারটি বিধ্বস্ত হয়ে খাদে পড়ে যায়। খবর এএফপি’র।

দেশটির প্রধান চিকিৎসক ডা. ফ্রান্সিস কাতেহ স্থানীয় সম্প্রচারকারী ‘সুপার বোঞ্জিজ টিভি’কে বলেছেন, নিহতের সংখ্যা নির্ণয় করা কঠিন। কারণ, কেউ কেউ অগ্নিদগ্ধে ছাই হয়ে গেছে। তবে তিনি অনুমান করেন এই ঘটনায় ৪০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।

তিনি এএফপি’কে বলেন, ‘যারা নিখোঁজ তাদের খোঁজে আমাদের দল ঘরে ঘরে যাচ্ছে।’

পুলিশ ইতোপূর্বে ১৫ জনের মৃত্যুর ও কমপক্ষে ৩০ জন আহত হওয়ার কথা জানায়। স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করলে তারা আহত হয়।
লাইবেরিয়া ন্যাশনাল পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল প্রিন্স বি মুলবাহ বলেন, ‘প্রচুর মানুষ পুড়ে গেছে।’

লাইবেরিয়া পশ্চিম আফ্রিকাতে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। ১৯শ শতকে স্বাধীন মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা জনবিরল এই দেশটি প্রতিষ্ঠা করে। লাইবেরিয়ার উত্তরে সিয়েরা লিওন ও গিনি, পূর্বে কোত দিভোয়ার, এবং দক্ষিণ ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর। এর রাজধানীর নাম মনরোভিয়া।

১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এখানে একটি ভয়াবহ গৃহযুদ্ধ হয়, যাতে দেড় লক্ষ লোক মারা যায় এবং দেশটির অর্থনীতি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। দেশটি এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি ছিল। স্বাধীনতার পর থেকে এই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। অভাব, সন্ত্রাস এবং গৃহযুদ্ধ দেশটির উন্নয়নে প্রধান বাধা।