ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ২১:৩৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিজের ক্যান্সার সম্পর্কে জানালেন শর্মিলা ঠাকুর

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

শর্মিলা ঠাকুর  

শর্মিলা ঠাকুর  

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আর সেকথা জানালেন, ছেলে সাইফ আলী খানের হাত ধরে করণ জোহরের শো-তে হাজির হয়ে। সেখানেই প্রথম ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি সামনে আনেন বাঙালি এই অভিনেত্রী।

অনুষ্ঠানে তিনি জানান, করোনাকালে তার ক্যান্সার ধরা পড়ে। তাই ইচ্ছে সত্ত্বেও করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’তে অভিনয় করতে পারেননি তিনি।

বরেণ্য এই অভিনেত্রী বলেন, সেই সময় নিজের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। সিনেমাটি করতে না পারার জন্য দুঃখও প্রকাশ করেন।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে আলিয়া ভাটের দাদিমার ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার। কিন্তু শরীরে মারণরোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর।

করণ বলেন, ‘শাবানা যে চরিত্রে অভিনয় করেছিলেন আমি শর্মিলাকে সেই চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণে তিনি “হ্যাঁ” বলতে পারেননি। তবে আমার কিন্তু সেই আক্ষেপটা রয়েই গিয়েছে।’

শর্মিলা জানান, সেটা কোভিডের চরম পর্যায়ে ছিল। সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেওয়া হয়নি। ক্যান্সারের পর ওরা চায়নি যে আমি এই ঝুঁকি নিই। এই প্রথমবার নিজের ক্যান্সার আক্রান্ত হওয়া নিয়ে মুখ খুললে তিনি।

এর আগে, শর্মিলার অসুস্থতা নিয়ে কানাঘুষা শোনা গেলেও মুখ খোলেননি অভিনেত্রী কিংবা তার পরিবার। তবে শর্মিলার কথাতে এখন স্পষ্ট তিনি ক্যানসার মুক্ত। সুস্থ হওয়ার পরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করে সিনেমার সেটে ফিরেছেন।