ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ২২:৩৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আপনার ফোন নিয়ন্ত্রণ নিতে পারে গুগল প্লে’র যে ১৩ অ্যাপ

প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গুগল প্লে স্টোরে ১৩ টি ম্যালওয়্যারযুক্ত অ্যাপের সন্ধান পাওয়া গেছে। অ্যাপগুলো ডাউনলোড করলেই এটি আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে আপনার অজান্তেই ক্ষতিকর অ্যাপ নামানোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ক্লিক করতে থাকে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির একদল গবেষকের বরাত এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গবেষক দলটির তথ্যমতে, সর্বমোট ২৫টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যেগুলো স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। এর মধ্যে ১৩টি গুগল প্লে স্টোরেই রয়েছে। এসব অ্যাপের অনেকগুলো আবার এক লাখ বারেরও বেশি বার ইনস্টল করা হয়েছে। যদিও বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে যারা ইনস্টল করেছেন তাদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো ক্ষতি করতে সক্ষম। ক্ষতি এড়াতে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলতে হবে।

ঐ ১৩টি অ্যাপ হল- কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর, সাউন্ড ভলিউম এক্সটেন্ডার, লেটার লিংক, এসেনশিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড, থ্রিডি স্কিন এডিটর ফর পিই মাইনক্রাফ্ট, লোগো মেকার প্রো, অটো ক্লিক রিপিটার, নাম্বারোলজি: পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নম্বর প্রেডিকশনস, স্টেপ কিপার: ইজি পেডোমিটার, ট্র্যাক ইউর স্লিপ, সাউন্ড ভলিউম বুস্টার, অ্যাস্টোলজিক্যাল নেভিগেটর: ডেইলি হরোস্কোপ অ্যান্ড ট্যারট এবং ইউনিভার্সাল ক্যালকুলেটর।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেকোন অ্যাপ ডাউনলোডের আগে নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের রেটিংও দেখতে হবে। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।