খেলাধুলায় মেগা ইভেন্টের বছর ২০২৪
স্পোর্টস ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৯ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বিদায় নিয়েছে ২০২৩ সাল। তার জায়গায় এসেছে ২০২৪। নতুন বছরকে বলা যায় খেলাধুলার বছর। ক্রিকেট, ফুটবল, অলিম্পিক প্রায় সবক্ষেত্রেই বড় বড় সব ইভেন্ট অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। একনজরে দেখে নিন কোন মাসে কোন টুর্নামেন্ট মাঠে গড়াবে-
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ক্রিকেটে ভবিষ্যৎ তারকাদের উঠে আসার প্রতিযোগিতা বলা হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে। চলতি বছরের ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে এ প্রতিযোগিতা। যা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
টি-২০ বিশ্বকাপ: বর্তমানে ক্রিকেটের জনপ্রিয় ফরম্যাট টি-২০। দুই বছর বিরতি দিয়ে আবার মাঠে গড়াতে যাচ্ছে এ প্রতিযোগিতা। যেখানে অংশ নেবে আগের যেকোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি দল। উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আগামী ৪ থেকে ৩০ জুন চলবে এ টুর্নামেন্ট।
কোপা আমেরিকা: লাতিন আমেরিকার বিশ্বকাপখ্যাত কোপা আমেরিকার আসর এবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১৪ জুন মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।
ইউরো চ্যাম্পিয়নশিপ: কোপা আমেরিকার সঙ্গে একইদিনে মাঠে গড়াবে ইউরো চ্যাম্পিয়নশিপ। তবে ফাইনাল হবে কোপার একদিন পর। জার্মানিতে ইউরোর এবারের আসর অনুষ্ঠিত হবে।
অলিম্পিক গেমস: দীর্ঘ ৪ বছর পর আবার অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ তথা অলিম্পিক গেমস। ফ্রান্সের প্যারিসে আগামী ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অলিম্পিকের এবারের আসর অনুষ্ঠিত হবে।
নারী টি-২০ বিশ্বকাপ: বছরের শেষে বাংলাদেশের জন্য আছে ধামাকা। কারণ ক্রীড়াঙ্গনে ব্যস্ত এ বছরের শেষের সবচেয়ে বড় টুর্নামেন্ট যে হবে এ দেশেই! আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-২০ বিশ্বকাপ। তবে দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।