ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ১০:৪০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ছেলের হাতে সিংহাসন তুলে দিলেন ডেনমার্কের রানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেনমার্কের রানি দ্বিতীয় মারগ্রেথ নতুন বছরের শুরুতে আকস্মিকভাবে রাজত্ব ত্যাগের ঘোষণা দিয়েছেন। এক টিভি ভাষণে রানি জানান, আনুষ্ঠানিকভাবে আগামী ১৪ জানুয়ারি তিনি পদত্যাগ করবেন। ওই দিন তার রানি হিসেবে সিংহাসনে আরোহণের ৫২ বছর হবে। 

তিনি ঘোষণা দেন ‘আমি আমার ছেলে ক্রাউন প্রিন্স ফ্রেডেরিকের কাছে সিংহাসন তুলে দিচ্ছি’। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৮৩ বছর বয়সী দ্বিতীয় মারগ্রেথ বর্তমানে বিশ্বের একমাত্র রাজত্বকারী রানি। ইউরোপের যতো দেশে রাজা-রানি রয়েছেন তার মধ্যে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে আছেন।

ওই টেলিভিশন ভাষণে রানি জানিয়েছেন, ২০২৩ সালের প্রথম দিকে তার পিঠে অস্ত্রোপচার হয়। এরপর তিনি রাজত্ব ত্যাগের কথা ভাবতে শুরু করেন। 

তিনি বলেন ‘এই অস্ত্রোপচার স্বাভাবিকভাবেই আমাকে ভবিষ্যতের বিষয়ে ভাবতে বাধ্য করেছে যে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় এসেছে কিনা।’ 

তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ক্ষমতা হস্তান্তরের এখনই সঠিক সময়।’ 

এতো বছর ধরে রাজপরিবারের পাশে থাকার জন্য তিনি ডেনিশ জনসাধারণকে ধন্যবাদ জানান।