আর্জেন্টিনা নারী দল ঢাকায় এলে থাকা-খাওয়া দেবে বাফুফে
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১০ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরন
আর্জেন্টিনা নারী দল বাংলাদেশে আসার কথা অনেক দিন আগেই জানিয়েছিল বাফুফে। জাতীয় নির্বাচনের কারণে বিষয়টি এগোয়নি। নির্বাচন শেষ হলে আবার আলোচনা শুরু হবে।
এদিকে সমস্যা হচ্ছে—বাফুফে আর্জেন্টিনার নারী দলের সব খরচ বহন করতে পারবে না। বাফুফে কাছে অত বাজেট নাই। স্পন্সর প্রতিষ্ঠান সংগ্রহ করে খরচ করা হবে।
ঢাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের প্রাথমিক কথা হয়েছে। তারা জানতে চেয়েছিল বাফুফে কী কী করতে পারবে। আর বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরন তাদের জানিয়েছেন আর্জেন্টিনা নারী দল ঢাকায় খেলতে এলে বাফুফে শুধু তাদের ঢাকায় থাকা এবং খাওয়ার খরচ বহন করতে পারবে।
আর্জেন্টিনার মেয়েদের থাকার জন্য একটি পাঁচ তারকা হোটেলের নাম দিয়েছে বাফুফে।
কিরণ বলেন, ‘আর্জেন্টিনাকে আমরা অন্য কোনো খরচ দিতে পারব না। স্পন্সর প্রতিষ্ঠান অন্যান্য বিষয় দেখবে। বিমান টিকিট থেকে শুরু করে যদি আরও কিছু প্রয়োজন হয় সেটি ঐ প্রতিষ্ঠান করবে।’
আর্জেন্টিনা নারী ফুটবল দল বাংলাদেশে কয়টি ম্যাচ খেলবে—সেটি নিয়ে কিরণ বলেন, ‘যদি আর্জেন্টিনার আসা হয় তাহলে দুটা ম্যাচ খেলবে।’
প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি জানিয়েছেন বাংলাদেশের নারী সিনিয়র দল খেলবে।’
এই মুহূর্তে ফিফার র্যাংকিংয়ে আর্জেন্টিনা ৩১ নম্বরে আর বাংলাদেশ ১৪০ নম্বরে। পার্থক্য অনেক হলেও বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে কঠিন পথে হাঁটতে চায় বাফুফে।
সামনে সাফ চ্যাম্পিয়নশিপ। এবছরই নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ধরে নেওয়া হচ্ছে এবার বাংলাদেশে হতে পারে নারী সাফ। এখনো ভেন্যু চূড়ান্ত না হলেও কোন দেশে হবে—সেটি ঘোষণা করেনি ঢাকায় অবস্থিত সাফ কার্যালয়।
আগামী নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ। ট্রফি ধরে রাখতে এখনই উদ্যোগ নিতে যাচ্ছে বাফুফে। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঘরের ট্রফি ঘরে রাখতে বাফুফে চায় কঠিন দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।