যশোরে ৬ আসনে ভোটার ২৩ লাখ ৩৯ হাজার ৫৫
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২১ এএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
ফাইল ছবি।
আগামী ৭ জানুয়ারি রোববার অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নতুন ভোটার ২ লাখ ৪৬ হাজার ৫৯৯।
আসনগুলোর ৮২৫টি ভোটকেন্দ্রে ৫২১৭টি কক্ষে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে পুরুষ ভোটাদের কক্ষ ২৫০০টি ও মহিলাদের কক্ষ ২৭১৭টি। ওই সংখ্যক ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১৫ জন। যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যশোর-১ (শার্শা) আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন। হিজড়া ভোটার ২ জন।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ১৭৬টি কেন্দ্রে ৯৪৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪৫৩টি পুরুষ কক্ষ। মহিলা কক্ষ ৪৯২টি। এ আসনে ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৬৯১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৪২৩ জন। মহিলা ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৬৮ জন।
যশোর-৩ (সদর) আসনে ১৮৯টি ভোট কেন্দ্রে ১৩১৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৬৩০টি ও মহিলা কক্ষ ৬৮৫টি। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৩৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৪৭ জন। মহিলা ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন, হিজড়া ভোটার ৬ জন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে ১৪৯টি কেন্দ্রের ৯৯৮ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুরুষ কক্ষ ৪৭৮টি ও মহিলা কক্ষ ৫২০টি। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৭৯৮ জন, মহিলা ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬ জন। হিজড়া ভোটার ৪ জন।
যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮টি কেন্দ্রে ৭৯০টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ৩৭৯টি। মহিলা কক্ষ ৪১১টি। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯৭৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৪৮ জন। মহিলা ভোটার ১ লাখ ৭৬ হাজার ৫২৩ জন ও হিজড়া ভোটার ২ জন।
যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন।তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।