মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৬ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে
মেহেরপুর জেলার তিন উপজেলার দু’টি আসনে উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত চলছে। বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোটদিতে দেখা যায়।
মেহেরপুর-১ আসনে (মেহেরপুর সদর ও মুজিবনগর) ১১৭টি এবং গাংনী উপজেলায় ৯০টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৮৭ টি কেন্দ্র, মুজিবনগর উপজেলা ৩০টি কেন্দ্র এবং গাংনী উপজেলা ৯০টি কেন্দ্র রয়েছে। দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৫ হাজার ৯৬৬ জন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৫৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ৪৮ জন।
মেহেরপুর-২ (গাংনী) আসনে ভোটার সংখ্যা ২লাখ ৫৫ হাজার ৯২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪৯৩ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৪৩৪ জন এবং হিজড়া ভোটার ২ জন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. শামীম হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথায় কোন রকম অপ্রিতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।