ভোট দিলেন অভিনেতা ফেরদৌস আহমেদ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২৮ এএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার
ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী দেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ রবিবার সকাল ৮টায় থেকে শুরু হলেও ভোট দেয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টায় তিনি ভোটকেন্দ্রে হাজির হন। একই কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ভোট দেওয়া শেষে কেন্দ্রে থাকা অন্যান্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় ফেরদৌস বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত। আমি নৌকার লোক, নৌকায় ভোট দিয়েছি। আমি খুব সৌভাগ্যবান, সকালে আমাকে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে এই আসন।
ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী আছেন চারজন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।