ঢাকা, শুক্রবার ১৫, নভেম্বর ২০২৪ ৭:২২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ রাজধানী ফাঁকা, তবুও বায়ুদূষণে ৩ নম্বরে

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নির্বাচনের দিন আজ রোববার ঢাকার পথঘাট ফাঁকা রয়েছে। তা সত্ত্বেও বায়ুদূষণে ৩ নম্বরে আছে ঢাকা। আজ স্কোর ১৯৯ নিয়ে রাজধানী ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে।

নির্বাচনকে উপলক্ষ করে লম্বা ছুটিতে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। ফলে রোববার রাজধানীতে যান চলাচল সীমিত রয়েছে। ভোটাররা গেছেন ভোট কেন্দ্রে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কেউই বের হননি। তারপরও বেলা ১১টা ৪৩ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এই স্কোর নির্ণীত হয়।

একই সময় ২৫৯ ও ২১৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে আছে ১ ও ২ নম্বরে। ১৯১ ও ১৮৪ স্কোর নিয়ে চীনের হ্যাংজৌ ও উহান আছে যথাক্রমে ৪ ও ৬ নম্বরে। ৫ নম্বরে আছে পাকিস্তানের করাচি। নেপালের কাঠমান্ডু আছে ৭ নম্বরে, স্কোর: ১৭৬। ১৭৬, ১৭৫ ও ১৭০ স্কোর নিয়ে যথাক্রমে ৮ নম্বরে ভারতের মুম্বাই, ৯ নম্বরে উগান্ডার কাম্পালা ও ১০ নম্বরে পাকিস্তানের লাহোর অবস্থান করছে।