আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস আজও খুবই অস্বাস্থ্যকর।২৯৭ স্কোর নিয়ে বায়ুদূষণে ঢাকা ১ নম্বরে অবস্থান করছে। বায়ুদূষণের এই মান অনুযায়ী ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এই স্কোর রেকর্ড করা হয়।
তালিকায় ২০৮ ও ১৯০ স্কোর নিয়ে চীনের উহান ও হ্যাংজৌ যথাক্রমে ৪ ও ৭ নম্বরে অবস্থান করছে। ২১৪ ও ১৭৫ স্কোর নিয়ে পোল্যান্ডের রোকলো ও ক্র্যাকো যথাক্রমে ৩ ও ১০ নম্বরে আছে। ভারতের দিল্লি ও কলকাতা আছে যথাক্রমে ২ ও ৫ নম্বরে, স্কোর: ২৪৪ ও ১৯০। পাকিস্তানের লাহোর ও করাচি অবস্থান করছে যথাক্রমে ৬ ও ৮ নম্বরে, স্কোর: ১৯০ ও ১৮৮। ১৭৫ স্কোর নিয়ে ৯ নম্বরে আছে নেপালের কাঠমান্ডু।