তীব্র শীত আর কয়দিন, জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
উত্তরের ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় রাজধানীসহ সারাদেশ জেঁকে বসেছে শীত। দেশের অধিকাংশ জায়গায় সূর্যের দেখা তেমন একটা মিলছে না। এমন অবস্থায় তাপমাত্রা নিয়ে সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের (পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলা) ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববারও কয়েকটি জেলা শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে। আগামী দুই থেকে তিনদিন আবহাওয়া পরিস্থিতি প্রায় একইরকম থাকবে।
তিনি আরও বলেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে গেলেও সে সময় শীত আরও বাড়তে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৮ শতাংশ ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।