ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৫:৪০:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তরা-মতিঝিলে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ২০ জানুয়ারি শরিবার থেকে উত্তরা-মতিঝিল অংশে মেট্রোরেল চলবে সকাল থেকে রাত পর্যন্ত। উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে রেল ছেড়ে যাবে। এছাড়া মতিঝিল থেকে রাত ৮টায় ছেড়ে যাবে শেষ ট্রেন।

বৃহস্পতিবার মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয় গত ৩১ ডিসেম্বর। এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলত। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। এখন ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। এর বাইরে এমআরটি কার্ডধারীদের জন্য রয়েছে দুটি আলাদা ট্রেন।