দিনাজপুরে তাপমাত্রা ৮ ডিগ্রি, প্রাথমিক বিদ্যালয় বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৫ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার
দিনাজপুরে তাপমাত্রা ৮ ডিগ্রি
দিনাজপুর জেলায় বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ও আদ্রতা ৯৭ শতাংশ রেকর্ড করেছে। শীতের তীব্রতা থাকায় জেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বৃহস্পতিবার দুপুর ১টায় এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোর ৬টায় এই জেলায় সর্বনিন্ম তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস আদ্রতা ৯৭ শতাংশ রেকর্ড করা হয়। সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ও আদ্রতা ৯৪ শতাংশ রেকর্ড করা হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে রেকর্ড করা হয়েছে। বুধবার এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতা ৯৫ শতাংশ রেকর্ড করা হয়।
তিনি জানান, উত্তরের জনপদ হিমালয়ের পাদদেশে দিনাজপুর এই অঞ্চলে গত ১০ দিন ধরে শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এই অবস্থা আরও কয়েকদিন চলমান থাকবে বলে তিনি আশংকা করছেন। দিনের বেলা কুয়াশা কিছুটা কমে আসবে এবং দুপুরের দিকে সূর্যের আলো প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা উঠানামা করবে। বাংলা মাঘ মাসের মাঝামাঝি শীতের তীব্রতা কমে আসবে বলে তিনি জানান।
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সে কারণে বৃহস্পতিবার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস থাকায় জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় অবস্থিত ১ হাজার ৮৭১টি প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৯টায় অনলাইনে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কাছে শ্রেণীর পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থেকে দাপ্তরিক কাজ করলেও আগত শিশু শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি তাপমাত্রা স্বাভাবিক থাকলে শ্রেণী পাঠদান চালু থাকবে বলে তিনি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলার কেজি স্কুল সমিতির নেতাদের মাধ্যমে সরকারি নির্দেশনা জানানো হয়েছে। আজ তাপমাত্রার এই অবস্থায় কেজি স্কুলগুলোও পাঠদান বন্ধ রয়েছে।
এদিকে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান- শৈত্য প্রবাহর কারণে দিনাজপুরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সকাল ১০টায় শিক্ষা অধিদপ্তরের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়াির থেকে এই জেলায় শৈত্যপ্রবাহের অবস্থান উন্নতি না হলে শ্রেণীতে পাঠদান বন্ধ রাখা হবে। তবে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো খোলা রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।