ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২৩:৫৫:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে একই দিন সকালে উপজেলার বাড়াই পাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম উপজেলার বাড়াই পাড়া গ্রামের মৃত রুহুল্লাহ ভাটিয়ার স্ত্রী।

জানা গেছে, চলমান কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য পাশের বাড়িতে আগুন পোহাতে যান বৃদ্ধা ফাতেমা বেগম। এ সময় তার শাড়িতে আগুন লাগলেও বুঝতে পারেনি। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। একপর্যায়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের ছেলে শাহা আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, ওই বৃদ্ধার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে যায়। তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগেই মারা যান।