ঢাকা, বৃহস্পতিবার ২৮, নভেম্বর ২০২৪ ২:০২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০৫ বছরের ব্লগার ডাগনি কার্লসন!

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ৪ জুলাই ২০১৮ বুধবার | আপডেট: ০২:৪০ এএম, ৯ জুলাই ২০১৮ সোমবার

১০৫ পেরিয়েও দিব্বি ব্লগ লিখছেন সুইডেনের ডাগনি কার্লসন৷ তাতেই সবাই চমকে যাচ্ছে৷ আর তিনি বলেছেন, বুদ্ধিমান বুড়োমানুষও যে থাকতে পারে, সেটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না৷

 

ডাগনির ব্লগ ফ্যানদের সংখ্যাও অগুনতি৷ তিনি বলেন, ভাবতেই পারি না মাত্র নয় দশ বছরের খুদের দল আমার লেখা পড়ে কমেন্ট লিখেছে৷

 

শতবর্ষের জন্মদিনে আত্মীয়রা ডাগনিকে একটি কম্পিউটার উপহার দেন৷ সেটা পেয়েই দ্রুত চালানো শিখে নিয়েছিলেন৷ তারপরেই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ৷ বিভিন্ন সাইট ঘাঁটাঘাঁটি করা নিত্য অভ্যাসে পরিণত হতে বেশি দেরি হয়নি৷ ক্রমশ ব্লগ দুনিয়ায় প্রবেশ করেন ডাগনি৷ এরপরেই শুরু তাঁর চমকের৷

 


বিভিন্ন বিষয়ে ব্লগ লিখে এখন তিনি সুইডেনের একজন নামকরা ব্লগার৷ ব্লগ দুনিয়ায় তার থেকে সবাই বয়সে ছোট বলেই ধারণা৷ কারণ এত শতবর্ষ পার করে আর কেউ এত নেট দুনিয়া সড়গড় তারই খোঁজ মিলছে না৷

 

সকালে ঘুম থেকে ওঠার পর কফি আর খবরের কাগজ ছাড়া ডাগনি কার্লসনের চলে না৷ একশ পাঁচ বছর হয়ে গেলেও তাঁর জীবনীশক্তি বা জানবার ইচ্ছায় কিছুমাত্র ভাটা পড়েনি৷ জানিয়েছেন, কাল যে আমার মরণ হতে পারে, সেকথা ভাবি না৷ মৃত্যু তো আসবেই৷ ডাগনির কৌতূহলের বিষয় অনেককিছু৷ ছোট্ট ফ্ল্যাটের বাইরে কী ঘটছে তা জানতে দিনের অনেকটা সময় ইন্টারনেটেই কাটান ডাগনি৷ তখনই চলে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ব্লগ লেখা৷

 

ডাগনি জানিয়েছেন, কম্পিউটার আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে৷ কম্পিউটার থাকায় আমার বান্ধবীদের সঙ্গে আলাপ করতে পারি৷ খবর পড়তে পারি৷ কম্পিউটার আমার খুব ভালো লাগে৷ একদিন যদি আমার ব্লগ না লিখি, তো সকলে সঙ্গে সঙ্গে ভাবে–আমি আর বেঁচে নেই৷

 

শুধু খবর পড়ে মজা নেই, তাই ডাগনি কার্লসন ব্লগ লিখতে শুরু করেছেন৷ তার নিজের ডিজিটাল ডাইরি লেখেন ডাগনি৷ নাম দিয়েছেন : ‘ব্লগা মেট মে’ অর্থাৎ আমার সঙ্গে ব্লগ করো৷ মজা করে জানিয়েছেন, ব্লগ লেখার সময় কোনও নির্দিষ্ট বিষয়বস্তুর দরকার নেই–যা প্রাণ চায়, তাই লিখতে পারি৷ কিন্তু আমার ১০৫ বছর বয়স না হলে সেদিকে কেউ তাকাত না৷

 

সুইডেনের প্রবীণদের পক্ষে আদর্শ হয়েছে ডাগনির ব্লগ৷ বিভিন্ন অনুষ্ঠানে তাকে সম্মান জানানো হচ্ছে৷ এতে খুব খুশি ১০৫ বছরের ডাগনি৷ প্রায় ২,০০০ ইউরো পরিমাণ পুরস্কারের অর্থ ডাগনি তার অাগামী জন্মদিনের পার্টির জন্য খরচ করবেন বলে স্থির করেছেন৷