ঢাকা, মঙ্গলবার ২৬, নভেম্বর ২০২৪ ৫:৩১:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিনদিনের বাজুস ফেয়ার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তৃতীয়বারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৪ আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই ফেয়ার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উম্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ১০০ টাকা। এবারের মেলায় ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহন করছে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে।

বাজুস আশা করছে, এবারের মেলায় দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।