খালেদার মুক্তির দাবীতে রোববার থানা ঘেরাও
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৪৯ পিএম, ৭ জুলাই ২০১৮ শনিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি না পাওয়ায় রাজধানীর প্রতি থানায় থানায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। একই দাবিতে আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে এ দল।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই বিক্ষোভের ঘোষণা নেয়।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সে রকম ইঙ্গিতই পাওয়া গেছে। কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোন কাজে আসবে না।
রিজভী আহমেদ আরো বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা যাবে না। চারদিকে শেখ হাসিনার সরকারবিরোধী আওয়াজ শুরু হয়েছে। বর্তমান সরকারের বিদায় এখন অত্যাসন্ন।
এদিকে একটি দৈনিকে ‘তারেকের টেবিলে বিএনপির ৩০০ আসনের প্রার্থী তালিকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেন রিজভী।
রিজভী বলেন, প্রতিবেদনটি শুধু হাস্যকরই নয়, এটি সরকারের মিথ্যা প্রপাগান্ডার এক উদ্বেগজনক সংযোজন। তারেকের টেবিলে ৩০০ প্রার্থীর নামের তালিকায় এতো মৃত ব্যক্তিদের নাম এলো কিভাবে?
তিনি বলেন, আমরা নিশ্চিত যে, সারা দেশের মানুষ যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার, তখন জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আওয়ামী সরকারের নির্দেশে দুরভিসন্ধিমূলকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে।