ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ১৯:২৫:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দিনাজপুর শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব চলছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪১ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুর শিল্পকলা একাডেমি চত্বরে তিন দিনব্যাপী পিঠা ও লোক সংস্কৃতি উৎসব চলছে। লোকের ভিড়ে মুখরিত হয়ে উঠছে মেলাপ্রাঙ্গণ।

বুধবার দিনাজপুর শহরের শিল্পকলা একাডেমির মাঠে স্টল সাজিয়ে নানান পদের হরেক রমক পিঠাপুলি সাজিয়ে বিকিকিনিতে মেত উঠেন অংশ গ্রহণকারীরা। পিঠা  উৎসবে  ২২টি স্টল রয়েছে। পছন্দের পিঠাপুলির সাধ নিচ্ছেন নারী- পুরুষ ও শিশু  ভোজন রসিকেরা। শীতের আমেজে পিঠা উৎসব বাঙ্গালী সাংস্কৃতির চিরাচরিত ঐতিহ্য।

দিনাজপুর শিল্পকলা একােেডমির কর্মকর্তা মেরিনা পারভিন   বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদেশে একযোগে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি জাতীয় পিঠা ও লোক সংস্কৃতি উৎসব। পুয়া, মালপোয়া, পাটিসাপ্টা, নুনিয়া, তেলপিঠা, ভাপা দুধ চিতই ছাড়াও গাজরের পায়েস, খির পায়েসসহ নানা নামের মজাদার  চটপটি কেকসহ নানা পদের মুখরোচক খাবারের স্টল। 

তিনি জানান, পাশাপাশি স্থান পেয়েছে চিরাচরিত পাপড় ভাজা সাত মিশালীর মত খাবারের সম্ভার। লোকজ সংগীত পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা।