ঢাকা, রবিবার ২৪, নভেম্বর ২০২৪ ২০:০১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাবনায় চলছে মাসব্যাপী বইমেলা 

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনা জেলায় চলছে মাসব্যপী বইমেলা। বৃহস্পতিবার শহরের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাহ আজম। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত দেশাত্ববোধক সংগীত, প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনার প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর কামরুজ্জামান, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।

স্বাগত বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আব্দুল মতীন খান। শুভেচ্ছা বক্তব্য দেন, বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।

এ সময় বক্তারা বই পড়া ও লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে বই কেনা ও পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

মাসব্যপী মেলায় বইয়ের ৩১টি স্টলে নানা ধরণের বইয়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতাসহ থাকছে স্থানীয় সাংস্কৃতিক দলগুলোর নাটক ও সাংস্কৃতিক পরিবেশনা।