আজ শীতের শেষ, বসন্ত জাগ্রত দ্বারে
অনু সরকার
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:২০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার
প্রতীকী ছবি
শীতের শেষে মাঘের বিদায় আজ। বসন্তের হাওয়ায় ফাল্গুন দরজায়। আগেই শুরু হয়ে গেছে আবহাওয়ায় পালাবদল।মৌসুমের বর্তমান সময়ের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে অবস্থান করছে। আবহাওয়াই জানান দিচ্ছে- ‘বসন্ত এসে গেছে...’। অনেক এলাকায় শীতের কুয়াশা প্রায় কেটে গেছে। দিনমান উজ্জ্বল সূর্য কিরণে রোদের তেজে ঘামানোর অবস্থা। চলতি সপ্তাহ জুড়ে তাপমাত্রা ক্রমে বৃদ্ধিরই পূর্বাভাস দেয়া হয়েছে।
আজ ৩০ মাঘ। শীত ঋতুর শেষ দিন। দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। নেই কুয়াশা। মাঘের এ সময়েই চার দিকে বসন্তের হাওয়া। আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে বসন্ত। গাছপালায় গজিয়েছে নতুন কুড়ি। পরিবেশে ফিরবে নতুন আমেজ।
তবে আবহাওয়া অফিস বলছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও কমে যেতে পারে, কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এমনকি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী দু-তিন দিন দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। একই সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দু-তিনটি স্থানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তবে তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
এছাড়া এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে পরের পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস।