ঢাকা, বৃহস্পতিবার ২১, নভেম্বর ২০২৪ ২১:৪৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কচি-কাঁচার আয়োজনে ভাষা দিবসে সাংস্কৃতিক আয়োজন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঐতিহ্যবাহী শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার ২১ শে ফেব্রুয়ারি সেগুনবাগিচায় সংগঠনের  মিলনায়তনে  এই অনুষ্ঠান হয়।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও গবেষক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ।

আলোচনা পর্বে অংশ নেন মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ। অনুষ্ঠানে বক্তব্য রাখে শিশুবক্তা সর্ব দেবনাথ এবং সভাপতিত্ব করেন আদিয়ান মাসুদ হক।

আলোচনা পর্ব শেষে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হাতের লেখা ও বানান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।