বই তো কিনছেন, যত্ন নেবেন কীভাবে?
লাইফস্টাইল ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
বইকে বলা হয় ভালো বন্ধু বা একাকিত্বের সঙ্গী। এখন ব্যস্ততার যুগ। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেই সব জানতে চান। কারোর পড়ার ইচ্ছা জাগলে ই-বুক তো আছেই। তবে সত্যিকারের বইপ্রেমীদের এসব ডিজিটাল মাধ্যমে চলে না। কাগজের বইয়ের পাতা না উল্টালে তাদের মনে স্বস্তি মেলে না।
যারা বই ভালোবাসেন তাদের বাড়িতে হরেক বই আছেই। এইতো চলছে বইমেলা। পছন্দের বই কিনে ঘরে ফিরছেন অনেকেই। তবে বই কেবল ভালোবাসলেই চলবে না। বছরের পর বছর ভালো রাখতে এর যত্নও নেওয়া চাই। কীভাবে বইয়ের যত্ন নেবেন চলুন জানা যাক-
বই রাখার স্থান
বই রাখার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন। বইয়ের জন্য যদি আলাদা তাক থাকে তাহলে তা এমন জায়গায় রাখুন যেখানে বাতাস সহজে আসা-যাওয়া করতে পারে। তবে জানালার কাছে বই রাখবেন না। তারচেয়ে চার দেওয়ালে ঘেরা কোনো জায়গায় বই রাখলে বেশি ভালো হয়। খেয়াল রাখবেন, বইয়ের গায়ে যেন সূর্যের তাপ সরাসরি না পড়ে।
বইয়ের ছেঁড়া পাতা
বইয়ের পাতা ছিঁড়ে গেলে অনেকে সাময়িকভাবে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করেন। এ কাজটি করবেন না। এতে বইয়ে পোকা ধরার আশঙ্কা থাকে। এ বিষয়ে বই বাঁধাইয়ের সঙ্গে যুক্ত কারোর পরামর্শ নিন। বইপোকার উপদ্রব থেকে বাঁচতে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা রাখতে পারেন। এতে পোকায় ধরার আশঙ্কা অনেকটাই কমে।
সাজানোর ধরন
তাকে বই সাজানোর সময়ে ভারী এবং বড়সড় দেখতে বইগুলোকে একেবারে নীচের তাকে রাখা ভালো। সেসঙ্গে খেয়াল রাখুন বইয়ের ভেতরের কোনো পাতা মুড়ে গেল কি না।
বইয়ের জ্যাকেট
হার্ডকভার বইয়ের জ্যাকেট সরিয়ে রাখার প্রবণতা রয়েছে অনেকের। তবে বই দীর্ঘদিন ভালো রাখতে চাইলে এটি পরিয়ে রাখাই ভালো। এতে ধুলো-ময়লার হাত থেকে রক্ষা পায় বই।
বুকমার্ক ব্যবহার
অনেকে বইয়ের যে পাতা পড়ে শেষ করেন সেটির চিহ্ন রাখতে পাতা ভাঁজ করে রাখেন। এতে বইয়ের পাতা দুর্বল হয়ে যায় এবং দ্রুত নষ্ট হয়ে যায়। একাজে বুকমার্ক ব্যবহার করুন।
খেতে খেতে বই নয়
অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যাস রয়েছে। এতে অসাবধানতাবশত বইয়ের পাতায় ঝোল-তরকারি লেগে যাওয়ার আশঙ্কা থাকে। বই পরিষ্কার রাখতে খাওয়ার সময় বই পড়া এড়িয়ে চলুন।
এছাড়াও মাঝেমধ্যে হালকা রোদে বইগুলো মেলে দিতে পারেন। পছন্দের বইগুলোর সঠিক যত্ন নিন। ভালো থাকবে অনেকদিন।