বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:০৭ এএম, ৪ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে আগামী ২৫ মার্চ। ওইদিন সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হয়ে গ্রহণ চলবে বিকাল ৩টা ২ মিনিট পর্যন্ত।
চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতসহ আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে। সেইসাথে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণের দেখা মিলতে পারে।
চলতি মাসের পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে চন্দ্রগ্রহণ। অন্যদিকে, দোল পূর্ণিমায় এই চন্দ্রগ্রহণ পড়া নিয়ে অনেকেই শাস্ত্রমত সম্পর্কে উদ্বিগ্ন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে না।
প্রসঙ্গত, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর সেই মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।