ঢাকা, সোমবার ২৫, নভেম্বর ২০২৪ ৫:৪০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইংলাককে খালাস দিয়েছে থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ পিএম, ৪ মার্চ ২০২৪ সোমবার

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত আজ সোমবার দুর্নীতির এক মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে খালাস দিয়েছে। তিনি দুই দফায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। খবর এএফপি’র।

২০১৩ সালে ৬৭ লাখ ডলারের বেশি মূল্যের একটি প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে ইংলাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তিনি ২০১১ সাল থেকে ২০১৪ সালের সামরিক অভ্যত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত থাইল্যান্ড শাসন করেন।

ইংলাকের ভাই থাকসিন গত ফেব্রুয়ারিতে প্যারোলে মুক্তি পাওয়ার পর ক্ষমতাধর সিনাওয়াত্রা পরিবারের জন্য এ রায় সর্বশেষ আইনি সাফল্য। এক সামরিক অভ্যুত্থানে থাকসিন ক্ষমতাচ্যুত হন। তিনি দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।