ঢাকা, শুক্রবার ২২, নভেম্বর ২০২৪ ১২:৫৯:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‌নারী দিবসে  ঢাবি ছাত্রলীগের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার (৭মার্চ) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১০টায় সূচনা হবে ঢাবির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী উদ্যোক্তা মেলা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৫টায়। এতে ক্রিকেটার, ফুটবলার, উদ্যোক্তা ও সাংবাদিক ক্যাটাগরিতে ৫ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। ১০ নারী শিক্ষার্থীকে প্রদান করা হবে ‘লীলা নাগ স্মারক বৃত্তি'।

অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম শামসুন নাহার, কবি সুফিয়া কামাল প্রভৃতি ব্যক্তির সম্পর্কিত বিষয়ে কুইজ প্রতিযোগিতা হবে। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতা, আলোক প্রজ্জ্বলন, বিতর্ক ও সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত সেশন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) আরিফুল হোসেন তুহিন প্রমুখ।

পাশাপাশি ব্যান্ড ‘এফ মাইনর', ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির নারী শিল্পীবৃন্দ এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কনসার্ট।