ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১১:৫০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রতারণার শিকার তিন নারীর গল্প

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান! শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী। তারা একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে অপরাধের সাথে যুক্ত। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ফরহাদ আহমেদের ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। যার দেখা মিলবে আজ (৮ মার্চ) বিশ্ব নারী দিবসে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে।

ওয়েব ফিল্ম ‘ক্রিমিনাল’ এ প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক ও নীল হুরেজাহান। এছাড়াও রয়েছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ ও শাহরিয়ার রানা।

মূলত এমএলএম প্রতারণার শিকার হয় এই তিন নারী। এরপর তাদের জীবনে ঘটতে থাকে নানান গল্প। ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে, তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়ে অনিশ্চিত। দারুণ দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। এভাবেই এগিয়ে যেতে থাকে ‘ক্রিমিনাল’ এর গল্প।

এ বিষয়ে পরিচালক ফরহাদ আহমেদ বলেন, ‘আমাদের দেশে কয়েকদিন পরপরই বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। যেহেতু কয়েকদিন পরপরই এরকম ঘটনা আমরা দেখি সুতরাং বলা যায় মানুষজনের মাঝে সচেতনতার অভাব আছে। এরকম একটি প্রতারণার ঘটনা থেকেই এই গল্পটা তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসাথে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্রাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ক-কমেডিও বলা যায়। এখন দর্শকদের কেমন লাগে সেটা জানার অপেক্ষায় আছি।’