সন্তান প্রসবের সময় ফুটবলার রাজিয়ার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১৪ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
ফুটবলার রাজিয়া সুলতানার (২০)
সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফুটবলার রাজিয়া সুলতানার (২০) মৃত্যু হয়েছে। তিনি অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। রাজিয়া লক্ষ্মীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে।
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, গতকাল ১৩ মার্চ রাত ১০দিকে রাজিয়া একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত ৩টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এতে একপর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়ার। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। ভুটানে খেলতে গিয়েছিল সে। তবে কিছুদিন আগে তার পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেয়া হয়। এজন্য গেল একবছর খেলার বাইরে ছিল সে। তার অকাল মৃত্যুর খবরে সাতক্ষীরাসহ দেশের ক্রীড়াঙ্গনের সকলে শোকাহত।