দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, ৪২.৬ ডিগ্রি
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার
প্রতীকী ছবি
দেশে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আজ শনিবার বিকেলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ বিকেল ৪টায় যশোর বিমানবন্দর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি সংশ্লিষ্ট আবহাওয়া অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দুপুর ২টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের রেকর্ড ভেঙে আজ তাপমাত্রা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
যশোরের পরই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। সেখানে আজ বিকেল ৩টায় তাপমাত্রা উঠেছে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াসে। এই এলাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এটি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।