মক্কা ও মদিনায় তুমুল বৃষ্টির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ২৪ এপ্রিল ২০২৪ বুধবার
পবিত্র কাবা শরিফ।
সৌদি আরবের মক্কা ও মদিনায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, আগামী সপ্তাহে শহর দুটিতে তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভারি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। সৌদি আরবে বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট। বৃষ্টির পানির স্রোতে গাড়ি ভেসে যাওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে।
সৌদির জাতীয় আবহাওয়া সংস্থা জাানায়, দেশটির পশ্চিমাঞ্চলে ৫০-৬০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত মক্কা ও মদিনাতেই এই বৃষ্টি বেশি হবে।
সংস্থা মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান, এক ঘণ্টায় মুনিফাহ শহরে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এমন ভারি বৃষ্টিপাতের ঘটনা বিরল। তবে সম্প্রতি সৌদি আরব, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টি হয়েছে। আমিরাতে দুবাইয়ে বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেক পথ। এমনকি বৃষ্টির পানিতে ডুবে গেছে বিমানবন্দরও।