ঢাকা, শনিবার ২৩, নভেম্বর ২০২৪ ১:৪৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুলতান সুলেমানের প্রাসাদে ফারিণ 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৭ এপ্রিল ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয় দিয়ে দুই বাংলা জয় করেছেন তাসনিয়া ফারিণ। ঝুলিতে ভরেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এসব সাফল্যের কথা সামাজিক মাধ্যমেও জানিয়েছেন এ অভিনেত্রী। এবার নেট দুনিয়ায় ফারিণকে দেখা গেল সুলতান সুলেমানের প্রাসাদে। 

নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারিণ। সেখানে দেখা গেছে তুরস্কে অবস্থিত সুলতান সুলেমানের ওই প্রাসাদে বেশ হাসিমুখে নিজেকে মেলে ধরেছেন। প্রিয় তারকাকে সুলেমানি প্রাসাদে দেখে অনুসারীরাও বেশ উচ্ছ্বসিত। লাইক, কমেন্টে ভরিয়ে চিয়েছেন পোস্টটি।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে শাসন করেছেন প্রভাবশালী মুসলিম শাসকেরা। দীর্ঘ সময় ধরে টিকে থাকা মুসলিম শাসনামলের একটি উসমানীয়

সামাজ্য। দীর্ঘ ৬শ বছর টিকে ছিল এই সাম্রাজ্য। দক্ষিণ-পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এর নিয়ন্ত্রণে ছিল। এর সূচনা হয়েছিল ১২৯৯ খিস্টাব্দে আর বিলুপ্তি ঘটে ১৯২৪ সালের ৩ মার্চ।

কিছুদিন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা এসেছে তাসনিয়া ফারিণের ঝুলিতে। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য পুরস্কারটি অএয়েছেন তিনি।