সৈয়দপুর রানওয়েতে শর্টসার্কিট, বিমান ওঠানামা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৭ এএম, ১৩ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
সৈয়দপুর বিমানবন্দরে রানওয়ের লাইনে শর্টসার্কিটের কারণে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরে ঢাকাগামী কয়েকশ যাত্রী আটকা পড়েছেন।
শর্টসার্কিটের স্থান নির্ণয়ের কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় রোববার সন্ধ্যার পর তিনটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় বিমানবন্দরের নিচে বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট ধরা পড়ে। আমরা সমস্যা সমাধানে কাজ করছি। এখন পর্যন্ত তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তাৎক্ষনিকভাবে শর্টসার্কিটের কারণ জানা যায়নি।
সৈয়দুপর বিমানবন্দর হলো রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর। অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি সম্প্রতি আঞ্চলিক বিমানবন্দর হিসেবে উন্নীত করার কাজ চলছে। দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে এটি অন্যতম ব্যস্ত বিমানবন্দর।