দুর্নীতি মামলায় ঋতুপর্ণার নাম, ইডি’র তলব
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার
ঋতুপর্ণা সেনগুপ্ত
রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইডি সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জুন তাঁকে ইডির কলকাতার দফতরে ডেকে পাঠানো হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসে বেলা ১১টায় হাজির থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।
এখন পর্যন্ত রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাদের ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়েছেন।
তবে এবার হঠাৎ ঋতুপর্ণার নাম আসা নিঃসন্দেহেই বড় চমক। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি ৫ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কি না, তাও স্পষ্ট নয়। কারণ আসন্ন চলচ্চিত্র অযোগ্যর মুক্তি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন নায়িকা।
গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন ইডির কর্মকর্তারা। সেই রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কীভাবে যুক্ত, তা স্পষ্ট জানা যায়নি। অভিনেত্রীর কাছে ইডি’র নোটিস আসার খবর মিলতেই রীতিমতো শোরগোল পড়েছে জনগণের মধ্যে।
তবে এই প্রথম নয়, এর আগেও ইডির অফিসে হাজিরা দিতে হয়েছিল ঋতুপর্ণাকে। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির তলবের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। তখন একগুচ্ছ প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।